Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপির মনোনয়ন চান এড. মিজানুর রহমান

ময়মনসিংহ-১০ আসন

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন লড়াইয়ে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির টানা দুই বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান। এ খবরে তৃণমূলের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। সূত্র জানায়, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন অ্যাড. মীর মিজানুর রহমান। ১৯৭৯ সালে গফরগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে বিএনপির সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেন। এরপর ১৯৮২ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে উপজেলা যুবদলের সভাপতি এবং ১৯৮৯ সালের উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০০ সালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পদে দ্বায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। বর্তমানে পেশাগত জীবনে তিনি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদে দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করছেন।

মনোনয়ন প্রসঙ্গে অ্যাডভোকেট ড. মিজানুর রহমান জানান, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় গফরগাঁওয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম জনসভা আমি পরিচালনা করেছি। বিগত দশ বছরে হামলা-মামলায় নির্যাতিত নেতা-কর্মীদের মামলা বিনা পয়সার পরিচালনা করেছি। দুঃসময়ে দলের সকল পর্যায়ের কর্মসূচীতে সক্রিয় থেকেছি। আশা করছি দলীয় মনোনয়নে দল আমাকে মূল্যায়ন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ