মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের জিনজিয়াং প্রদেশের কর্তৃপক্ষ কথিত সন্দেহভাজন মুসলিমদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। চরমপন্থা, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী বিশ্বাসী এবং বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাদের আত্মসমর্পণের এ নির্দেশ দেয়া হয়েছে। তবে যেসব মুসলিম ইসলামিক নিয়মকানুন মেনে চলেন বা ইসলামিক পদ্ধতিতে জীবনযাপন করেন তাদেরও একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার হামি শহরের সরকার এই নির্দেশনাবিষয়ক নোটিশ প্রকাশ করেছে।
প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবে তাদের অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চীনা উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে আটকে রেখেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহল ব্যাপক সরব হয়ে ওঠায় দেশটি সমালোচনার মুখে পড়েছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।