পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
প্রকৃতির অলঙ্কার পাখি। অথচ পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। গত ১০০ বছরে ১৯ প্রজাতির পাখি হারিয়ে গেছে। বহু প্রজাতির পাখি হুমকির মুখে। পাখি বিলুপ্তির কারণ জলবায়ু পরিবর্তন, গাছপালা কেটে ফেলা, অবাধে সার ও কীটনাশক ব্যবহার ইত্যাদি। দোয়েল, কোয়েল, টুনটুনি, বুলবুলি, ফিঙ্গে, প্রিনা, চড়ুই- ছোট আকারের যত পাখি আছে, এদের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। দাগি বাবুই এখন আর দেখা যায় না। হিল ময়না বিলুপ্তির পথে। লালচে প্রিনাও দেখা যায় না তেমন। প্রথমেই দরকার বিলুপ্তির মুখে থাকা পাখির একটি তালিকা করা। দেশে অনেক বিশ্বমানের খাঁচার পাখি উৎপাদনকারী আছেন। তাদেরকে কিছু সংখ্যক বিলুপ্তপ্রায় পাখি দেওয়া হোক। তারা খাঁচায় ওইসব পাখি উৎপাদন করবেন। অস্ট্রেলিয়ায় গোল্ডিয়ান ফিঞ্চ পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছিল। বন থেকে গোল্ডিয়ান এনে ব্রিডারদের দিলে তারা অসংখ্য গোল্ডিয়ান উৎপাদন করে। চীনে পান্ডার সংখ্যা কমে এলে সরকার ২৫০০ কোটি টাকা এ খাতে বরাদ্দ দেয়। অথচ স্বাধীনতার পর এতদিনে দেশে একটি পাখি রিসার্চ সেন্টার হয়নি। খাঁচার পাখিতে নীরব বিপ্লব হচ্ছে। তাই তালিকা করে বিলুপ্তপ্রায় পাখি ব্রিড করার বিকল্প নেই।
মুহাম্মদ শফিকুর রহমান
মিরপুর-১২, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।