Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাবনায় ৪ দিনে ৩টি ডাকাতি, একটি ব্যর্থ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৫:১১ পিএম

পাবনায় ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতংক সৃষ্টি হচ্ছে। চারদিনের ব্যবধানে ৩টি ডাকাতি সংঘটিত হয়েছে। একটি ডাকাতির প্রচেষ্টা এলাকাবাসী ধাওয়ায় ব্যর্থ হয়েছে। শনিবার ১৭ নভেম্বর রাতে পাবনা পৌর এলাকার কাচারীপাড়া ও সাধু পাড়ায় একদল ডাকাত সশস্ত্র অবস্থায় ডাকাতির প্রচেষ্টাকালে গৃহকর্তারা বিষয়টি বুঝতে পেরে মোবাইলে মহল্লার অন্যদের ডেকে তোলেন। মহল্লাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। গত ১৬ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ে একটি ব্যাটারী দোকানে ডাকাতি সংঘটিত হয়। ১৪ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে জেলার আটঘরিয়া উপজেলায় কদমডাঙ্গা গ্রামে নুরুজ্জামানের বাড়িতে ৭-৮ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের অস্ত্রাঘাতে ও মারপিটে গৃহকর্তা নুরুজ্জামান ও তাঁর পুত্র সাগর আহত হন। ডাকাত দল নগদ তিন লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে সটকে পড়ে। ১৩ নভেম্বর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা স্কুল পাড়ায় তারিকুজ্জামান বাবু সরদারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। একই উপজেলায় ছলিমপুর ইউনিয়নের ভাড়াইমারী এলাকায় রিপন মোল্লার বাড়িতে ডাকাত দল হানা দেয়। নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে ডাকাত দল সটকে পড়ে। ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষজনের মধ্যে আতংক বিরাজ করছে। পুলিশ সুপার রফিকুল ইসলাম (পিপিএম) বলেছেন, ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ