বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা থেকে ষষ্ঠ শ্রেণির দুই কিশোরী গত ৪দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ। গত বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে রওনা হওয়ার পর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছেনা। দুই কিশোরীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছেন তাদের অভিবাবকরা। নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে ফোন করে দুই কিশোরীর কান্না অভিভাবকদের শোনানোর কারনে তারা অপহƒত হওয়ার ধারণা আরো দৃঢ় হয়েছে। এ ঘটনায় বিএমপি’র বিমানবন্দর থানায় সাধারন ডায়েরী করেছেন নিখোঁজ রাবেয়া আক্তার বৃষ্টির মা জেসমিন আক্তার।
চহঠা গ্রামের বাদশা মোল্লার মেয়ে রাবেয়া আক্তার বৃষ্টি (১২) এবং একই গ্রামের কাঞ্চন আলী খানের মেয়ে হাজেরা আক্তার বৃষ্টি (১২) কাশীপুর গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। চহঠা গ্রামে তাদের পাশাপাশি বাড়ি। উভয়ের পিতাই দিনমজুরের কাজ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।