Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাফত শাসনব্যবস্থা বিশ্ববাসীর জন্য শান্তির মডেল -মাওলানা শাহ আতাউল্লাহ

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল ২৪ নভেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

 বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক জরুরী বৈঠক গতকাল দুপরে ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভায় দলের কেন্দ্রীয় কর্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ২৪ নভেম্বর সকাল ৯টায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল করার সিন্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহŸান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মান্নান, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, আলহাজ আব্দুল মালেক চৌধুরী, মাওলানা ফিরোজ আশরাফী, ডা. নেয়ামত আলী ফকীর, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, মাওলানা ইলয়াছ মাদারীপুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, হাজী আনসার উদ্দিন হাওলাদার, মাওলানা মাহবুবুর রহমান ও মুফতি মামুনুর রশিদসহ প্রমুখ। বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.) যে ইনসাফ ও ন্যায় বিচার বিশ্ববাসিকে উপহার দিয়ে গেছেন তা বিশ্ববাসীর জন্য শান্তির মডেল হয়ে আছে। খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে অরাজকতা ও অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিষেশে সকলকে এক ও নেক হয়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ