Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি সব সময়ই শ্রোতাদের শিল্পী আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এ বছর জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর অন্য যে কোনো সময়ের তুলনায় গানে সবচেয়ে বেশি কাজ করেছেন। ধারাবাহিকভাবে ভিডিওসহ গান প্রকাশ করছেন। এখনও তিনি নতুন গানে ব্যস্ত সময় পার করছেন। আসিফ বলেন, আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এখনও নিজের মতো করে কাজ করে যাচ্ছি। সিনিয়র থেকে শুরু করে তরুণ প্রজন্মের সঙ্গে একের পর এক কাজ করে কোম্পানির থেকে প্রকাশ হবে। আসিফ বলেন, গান নিয়ে ব্যস্ততার শেষ নেই। একের পর এক রেকর্ডিং ও গানের শূটিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সময়। আসলে সময়টা যে কোথা দিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না। আসিফকে অডিওর পাশাপাশি ভিডিওতে বিভিন্ন রূপে পারফর্ম করতে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ডিরেক্টররা আমাকে দিয়ে তাদের মতো করে চরিত্রে পারফর্ম করিয়ে নিচ্ছেন। কোম্পানিরও ডিমান্ড রয়েছে। তবে কখনোই গানের ভিডিওর প্রতি আমার দুর্বলতা ছিল না। তবে এই সময়ে এসে পরিচালক ও কোম্পানির চাপে করতে বাধ্য হচ্ছি। আর তা করতে গিয়েই বিভিন্ন রূপে হাজির হতে হচ্ছে। সবাই গ্রহণও করছেন। আমি সব সময়ই শ্রোতাদের শিল্পী। তাদের জন্যই আমি আজকের আসিফ। তারা যা চাইবে তাই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ