Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাতে ঢাবি ছাত্র আহত ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর আসাদগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন ঢাবির ইসলাম শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিজয় ৭১ হলে থাকেন। এদিকে আজিমপুরে গলায় ফাঁস দিয়ে লায়লা আঞ্জুমান ইভা (২৫) নামে ঢাবির এক ছাত্রী আত্মহত্যা করেছেন। ইভা পুষ্টি বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের ছাত্রী। গত বুধবার রাতে এ দুটি ঘটনা ঘটে। আল আমিনের সহপাঠী শফিকুল ইসলাম শাওন বলেন, টিউশনি শেষে হলে ফেরার জন্য আসাদগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন আল আমিন। এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢামেকে নিয়ে ভর্তি করেন। আল আমিনের বাম হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন বলেন, আজিমপুরে শেখ শাহ বাজার এলাকায় একটি বাসার নিচ তলায় ইভাসহ আরেক ছাত্রী ভাড়া থাকতেন। বুধবার রাতে ওই বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় ইভা। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ