Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদী আরবে আকস্মিক বন্যায় প্রাণহানি ৩০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সউদী আরবে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। তারা জানান, বিগত একমাসে দেশের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এক বিবৃতিতে সউদী সিভিল ডিফেন্স জানায়, বন্যা ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের প্রাণহানি ঘটেছে। এই সময়ে উদ্ধার করা হয়েছে ১৪৮০ জনকে। বেশিরভাগই উদ্ধার হয়েছে রাজধানী রিয়াদ থেকে। কর্মকর্তারা আরও জানান, বন্যা কবলিত এলাক থেকে ৩ হাজার ৮৬৫ জনকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। ২০০১ জনকে দেওয়া হয় অস্থায়ী আশ্রয়। বন্যা কবলিত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সউদী নাগরিকদের আহŸান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। অপরদিকে, এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ভারী বর্ষণে দেখা দেওয়া এই আকস্মিক বন্যায় ইতিমধ্যে একজনের প্রাণহানি হয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী কুয়েত সিটির অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ভারী বর্ষণে দৃষ্টিসীমা না থাকায় দেশটির সবচেয়ে বড় সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত পেট্রোলিয়ামের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গড়ে ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। শুষ্ক জলবায়ুুর দেশ হওয়ার কারণে কুয়েতের ভারী বৃষ্টিপাত মোকাবিলার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে তাই ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। অনেক মন্ত্রণালয়ে গত সপ্তাহ থেকেই কার্যক্রম বন্ধ আছে। রয়টার্স। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ