Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যারাডোনাকে সোলারির পাটকেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভাইপোকে নিয়ে অশুভ মন্তব্য করাটা একদম মেনে নিতে পারেননি জর্জি ‘ইন্দিও’ সোলারি। নামটা চেনা চেনা লাগার কথা। রিয়াল মাদ্রিদে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়া সান্তিয়াগো সোলারির চাচা হলেন জর্জি। তো কেন ভাইপোর সামনে তিনি বর্ম হয়ে দাঁড়ালেন?

আগের দিন স্প্যানিশ ক্রীড়া পত্রিকা দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে রিয়াল মাদ্রিদে সোলারি বেশি দিন থাকতে পারবেন না বলে মন্তব্য করেন ডিয়েগো ম্যারাডোনা। এক প্রশ্নের জবাবে ছিয়াশি বিশ্বকাপের মহানায়ক বলেন, ‘আমি মনে করি না সোলারি দীর্ঘ সময় এখানে থাকতে পারবে। তার সেই সাপোর্ট নেই।’ ম্যারাডোনার এই মন্তব্যে ক্ষেপেছেন সোলারির চাচা। এক রেডিও প্রগ্রামে জর্জি বলেন, ‘রিয়ালের মত দলের কোচ হওয়া সব সময়ই বিশেষ কিছু। অনেকের হয়ত অনেক ইতিহাস আছে কিন্তু সান্তিরও অন্যদের চেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে। সে রিভারে খেলেছে, মাদ্রিদে সে চ্যাম্পিয়ন ছিল, ইন্টারেও ফিরেছে চ্যাম্পিয়ন হয়ে। কোচ হিসেবে সান্তির কর্মঘণ্টা ম্যারাডোনার চেয়ে বেশি এবং ডিয়েগোর ভালো, মধ্যবর্তী ও মন্দ অভিজ্ঞতা রয়েছে। তার খ্যাতি নিয়ে কোন প্রশ্ন নেই কিন্তু কোচ হিসেবে তিনি সফল নন।’ তবে ম্যারাডোনার মন্তব্যকে একেবারে অসম্মানও করেননি জর্জি, ‘ম্যারাডোনা সোজা স্পটা কথা বলে। সে ফুটবলে যা করেছে তা অন্য কেউ করতে পারেনি। তাই তার কথাকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। এবং দেখতে হবে ভবিষ্যতে কি ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যারাডোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ