Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে দুই বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি, আহত ৩

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১:৫৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর ও পৌরসভার শ্রীরামপুর গ্রামে দুটি বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাতরা ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল। ডাকাতি শেষে গান্না সড়কের সিনহদ বেলতলা মাঠে একটি আখ ক্ষেতে কয়েকটি বোমা, ডাকাতিতে ব্যবহৃত কিছু জিনিস ফেলে রেখে গেছে। মঙ্গলবার সকালে সেগুলো আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। জানা গেছে কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলীর বাড়িতে ডাকাতি হয়। গৃহবধু জান্নাতুল ফেরদৌস জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে তাদের বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। টের পেয়ে তার শ্বশুর অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ আলী ও তার স্বামী আজাদ ডাকাতদের ধাওয়া করে তাদের আঘাত করে। ডাকাতরা ফিরে এসে বাড়িতে বোমা ফাটায় এবং শ্বশুর আমজাদ আলী, শ্বাশুড়ি মনোয়ারা বেগম তার স্বামী আজাদকে কুপিয়ে জখম করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ