মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনে সরকারি বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যকার সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেক বেসামরিকও ছিলেন।
যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।
হোদাইদার এক সামরিক সূত্র জানায়, বন্দরনগরীতে দুইপক্ষের এই সংঘর্ষে অন্তত সাত বেসামরিক নিহত হয়েছেন।
শহরজুড়ে হাসপাতালগুলোর চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা বলে এএফপি জানায়, এই ঘটনায় ১১০ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। আর সরকারি বাহিনীর প্রাণ হারিয়েছেন ৩২ জন। দেশটির সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, তারা বিদ্রোহী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছেন। সূত্র : এএফপি ও এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।