মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েক দশকের তুলনায় সম্প্রতি জাপানি তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। দেশটির এক সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে সিএনএন জানায়, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে শিশু ও তরুণদের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি দেখা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত বেশি আত্মহত্যা করেছে হাইস্কুল শিক্ষার্থীরা। এক সমীক্ষা থেকে জানা যায়, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে ২৫০ জন শিশু ও তরুণ নিজেদের জীবন কেড়ে নিয়েছে নিজেরাই। জাপানের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, অপমানের শিকার হয়ে অনেক শিশু ও তরুণ আত্মহত্যা করছে। শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গেছে। এটা সামাল দেয়া জরুরি। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি কর্মকর্তা। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।