Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত ফিলিস্তিনিসহ নিহত ৮

গাজায় ইসরাইলি বিমান হামলা ও গোপন অভিযান পরিচালনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গাজায় ইসরাইলি বিমান হামলা ও একটি গোপন অভিযান কালে সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববারের এসব ঘটনা চালাকালে ইসরাইলি এক কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারী ইসরাইলিদের হামলা ও তাদের বিমান হামলার জবাবে হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করা হয়। এ সময় ইসরাইলের গাজা সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেনের শব্দ শোনা যায়। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দুটি রকেট প্রতিহত করেছে। ফিলিস্তিনিদের রকেট হামলায় ইসরাইলের দিকের কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই সহিংস ঘটনার খবরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যারিস সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, চলন্ত একটি গাড়ি থেকে অজ্ঞাত হামলাকারীরা তাদের বাহিনীর একটি দলের ওপর গুলিবর্ষণ করলে ঘটনার সূত্রপাত হয়। এ হামলায় তাদের এক কমান্ডার নিহত হন। হামাসের যোদ্ধারা ওই গাড়িটির পিছু নিলে সেটি দ্রæত বেগে ইসরাইলি সীমান্তের দিকে ছুটতে শুরু করে। এই পশ্চাদ্ধাবনের সময় ইসরাইলি জঙ্গি বিমানগুলো ওই এলাকায় ৪০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালের কর্মী ও হামাস কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন, এদের মধ্যে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম বিগ্রেডের খান ইউনুস এলাকার কমান্ডার শেখ নুর বারাকাহসহ আরও তিন যোদ্ধা রয়েছেন। নিহত অপর তিন জন বেসামরিক না আল কাসাম বিগ্রেডের সদস্য তা পরিষ্কার হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে, গাজা ভূখণ্ডের প্রায় তিন কিলোমিটার ভিতরে ইসরাইলি স্পেশাল ফোর্স এই হামলা চালিয়েছে বলে অভিযোগ হামাসের। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ