Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ঘুমন্ত ভাইকে কুপিয়ে হত্যা, দা হাতে থানায় হত্যাকারী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ৯:০০ এএম

আশুলিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঘুমন্ত আপন বড় ভাইকে কুপিয়ে হত্যা করে নিজেই দা হাতে থানায় হাজির হয়ে আত্মসমর্পন করেছেন হত্যাকারী মেঝো ভাই। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে আশুলিয়ার কাইচাবাড়িতে নিহত আবু তাহেরের ঘরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) আশুলিয়ার কাইচাবাড়ির মৃত ফজর আলীর ছেলে।
নিহতের বোন হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই আবু তাহেরের কাছে মেঝো ভাই জাহিদ পৈত্রিক জমি দাবী করে। না দেয়ায় সুযোগ বুঝে ঘুমন্ত ভাইকে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে আশুলিয়ার থানার এস আই সহিদুল ইসলাম জানান, রাত প্রায় ৯ টার দিকে ধারালো দা হাতে এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানায়, সে তার ভাইকে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। হত্যাকারী ভাইকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমির দ্বন্দ্ব নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ