Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিলিপ দরবারের মাহফিল সম্পন্ন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুমিল্লা নাঙ্গলকোটের তিলিপ দরবার শরীফের দুইদিন ব্যাপী ৮০তম ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার ফজর নামাজ শেষে আখেরী মুনাজাতের আগে সংক্ষিপ্ত বয়ানে তিলিপ দরবার শরীফের গদ্দিশীন পীর মাওলানা শাহসুফি আবু ছালেহ মো. রুহুল আমিন ছিদ্দিকী বলেছেন, ইসলামই একমাত্র ধর্ম যেখানে মানুষের কল্যাণের কথা, ভ্রাত্যত্ববোধের কথা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিষ্টাচার, নারী পুরুষের অধিকারের কথা স্পষ্টভাবে বলা রয়েছে। আর পবিত্র কুরআনকে সমগ্র মানবজাতির মুক্তির নিদর্শনস্বরূপ নাযিল করা হয়েছে। পীর ছাহেব আরও বলেন, ওলী-আউলিয়া, পীর মাশায়েখগণ এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। ওলী-আউলিয়া, পীর-মাশায়েখদের ব্যাপারে ভক্ত, মুরিদান, আশেকান ও সুন্নিয়াতের আদর্শে উজ্জীবিত ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সব সময় সুদৃঢ় ঐক্য থাকতে হবে।

পরে তিলিপ পীর ছাহেব মাওলানা শাহসুফি আবু ছালেহ মো. রুহুল আমিন ছিদ্দিকী আখেরী মুনাজাতে সকল মুসলমান নর-নারীর গুনাহ মাফ ও কবরবাসীদের আজাব মাফ চেয়ে এবং আল্লাহর সন্তুষ্টি ও রাসুল (সা:) এর দিদার নছীব লাভের ফরিয়াদ জানান। মুনাজাতে আল্লাহর দরবারে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, মান্যতা, ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় থাকাসহ বিশ্ব মুসলিম উম্মাহর হেফাজত ও সাহায্য কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ