মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কার্যালয়ের কাছে দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি। পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহামেদ জানান, প্রথমে দুটি বিস্ফোরণ ঘটে সাহাফি হোটের সামনের প্রধান সড়কে। এক প্রত্যক্ষদর্শী তৃতীয় আরেকটি বিস্ফোরণের কথা জানিয়েছেন। পুলিশ ক্যাপ্টেন মোহামেদ হুসেইন জানান, বিস্ফোরণে অনেকে নিহত হলেও হামলাকারীরা হোটেলটিতে প্রবেশ করতে পারেনি। একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে একটি মিনিবাসের পাশে। এই বিস্ফোরণে নিহতদের শরীর পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। মোহামেদ আদেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি থেকে আমি কয়েকটি মরদেহ বের করেছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।