Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলবোর্নে হামলার দায় স্বীকার আইএস’র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবারের এ হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়। মেলবোর্নের ব্যস্ত রাস্তায় হামলাকারী তিনজনকে ছুরিকাঘাত করে ও একটি গাড়িতে আগুন দেয়। পরে হামলাকারী নিজেও পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছে। আইএস এর আমাক বার্তা সংস্থা বলেছে, মেলবোর্নের ওই হামলাকারী আইএস এরই একজন যোদ্ধা। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসাবে দেখলেও পরে এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে। হামলাকারীর বয়স ৩১। ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার জানান, ওই ব্যক্তি সোমালি বংশোদ্ভুত। স্থনীয় পুলিশ এবং গোয়েন্দারা তাকে চেনে। মেলবোর্নে এমন হামলা এটিই প্রথম নয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ