মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টাটা স্টিলের সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন করলেন ওই সংস্থার বরখাস্ত হওয়া এক একজিকিউটিভ ম্যানেজার। নিহতের নাম অরিন্দম পাল। ফরিদাবাদের টাটা স্টিলের হার্ডওয়্যার চক অফিসেই সিনিয়ার ম্যানেজারকে লক্ষ্য করে ৫টি গুলি ছোড়েন ওই বরখাস্ত হওয়া কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিন্দম পালের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার নিজের দফতরেই ছিলেন অরিন্দমবাবু। আচমকা ঘরে ঢুকে অরিন্দমবাবুর শরীর গুলিতে ঝাঁঝরা করে দেন ওই সংস্থার বরখাস্ত হওয়া একজিকিউটিভ ম্যানেজার বিশ্বাস পাণ্ডে। অফিসে উপস্থিত থাকা কর্মীদের অনেকেই গুলির শব্দ শুনে ছুটে যান সিনিয়ার ম্যানেজারের ঘরে। রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখা যায় অরিন্দমবাবুর দেহ। তখনও ঘরে উপস্থিত ছিলেন আততায়ী পাণ্ডে। তাকে ধরার চেষ্টা করা হলে বাকি কর্মীদের হুমকি দিয়ে পালিয়ে যান তিনি। উচ্ছৃঙ্খলতার জন্য চলতি বছরের শুরুতে সংস্থা থেকে ছাটাই করে দেওয়া হয় বিশ্বাস পাণ্ডেকে। অরিন্দম পালের অধীনেই কাজ করতেন পাণ্ডে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।