Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাটা মোটরস নিটল মোটরসের সাথে জেনেক্স ন্যানো অটোমেটিক গাড়ির উদ্বোধন

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি ন্যানো গ্রাহকদের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নতুনত্ব আনছে এবং বিবর্তন ঘটিয়ে চলেছে। টাটা মোটরস আজ নতুন জেনেক্স ন্যানো অটোমেটিক-এর উদ্বোধন ঘোষণা করছে। ফ্যাসন-দোরস্ত, তারুণ্যদীপ্ত, সাহসী ও স্টাইলিশ কাস্টমারদের জন্য একটি কমপ্যাক্ট ও বৈশিষ্ট্য সমৃদ্ধ হ্যাচব্যাক। নতুন এই মডেল জেনেক্স ন্যানোর গুরুত্বকে বাড়িয়ে দেবে যা হবে বাংলাদেশের বাজারের জন্য একটি ‘পারফেক্ট সিটি কার’। জেনেক্স ন্যানো অটোমেটিক সারা দেশে নিটল মোটরস-এর সব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে যার উদ্বোধনী মূল্য ধরা হয়েছে ৮,৯৫,০০০ টাকা। জেনেক্স ন্যানো অটোমেটিক-এর উদ্বোধন করে জনি ওম্যান, (হেড, ইন্টারন্যাশনাল বিজনেস, প্যাসেঞ্জার ভেহিকেলস, টাটা মটরস) বলেন, ন্যানো আমাদের প্যাসেঞ্জার ভেহিকেল-এর বহরে একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে এবং আমরা ধারাবাহিকভাবে পণ্যটিকে আরো উন্নত করে চলেছি যাতে করে সিটি কারের সবচেয়ে প্রাসঙ্গিক ফিচারগুলো পাওয়া যায়। যেমন : অটোমেটিক ফিচার, পাওয়ার স্টিয়ারিং এবং হ্যাচ এক্সেস সুবিধা।
আব্দুল মাতলুব আহমাদ (চেয়ারম্যান, নিটল নিলয় গ্রæপ) বলেন, জেনেক্স ন্যানো অটোমেটিক একটি চমৎকার ছোট গাড়ি হিসেবে প্রতিদ্ব›দ্বীহীন মার্কেট তৈরি করবে যা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। এই গাড়িটি বাংলাদেশের বাজারে নিয়ে আসার উদ্দেশ্য হলো টাটা মোটরসকে নিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে নিটল মোটরস-এর বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবা প্রদানের দক্ষতাকে উন্নত করে গ্রাহকদের একটি উৎকৃষ্ট অভিজ্ঞতা প্রদান করা। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ