Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইপিএলের পাশে এবার টাটা গ্রুপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৮:৫৭ পিএম

চীনা পণ্য বর্জনের ফল অবশেষে মিললো ভারতে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়িয়েছে চীনের মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। তাদের বদলে নতুন টাইটেল স্পন্সর হিসেবে আইপিএলের পাশে এসে এবার দাঁড়াচ্ছে ভারতের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানা গেছে, বিনিয়োগের বিপরীতে সেভাবে পণ্য আকর্ষণ করতে পারছিল না ভিভো। অবশ্য ২০২০ সালে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক দ্বন্ধের কারণেই ভিভোর জনপ্রিয়তায় ঢল নেমেছিল। ভারতজুড়ে শুরু হয়েছিল চীনা পণ্য বর্জনের ডাক। ওই মৌসুমে তুমুল বিরোধিতার মুখে ভিভো এক বছরের জন্য স্পন্সরশিপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। ওই বছর স্পন্সরশিপের চুক্তি পায় ড্রিম-১১। পুরনো চুক্তি অনুযায়ী আইপিএলের সঙ্গে ভিভোর থাকার কথা ছিল ২০২৩ সাল পর্যন্ত। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই বছর লিগটির নাম হবে টাটা আইপিএল।

২০১৭ সালে ২ হাজার ১৯৯ কোটি রুপিতে পাঁচ বছরের জন্য স্পন্সরশিপ পায় ভিভো। ওই চুক্তির অধীনে লিগকে ভিভোর প্রতি বছর দেওয়ার কথা ৪৪০ কোটি রুপি। শুরুতে চুক্তির স্থায়ীত্ব ছিল চলতি বছর পর্যন্ত। এক বছর (২০২০) স্থগিত থাকায় পরে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিসিআই। ক্রিকবাজের তথ্য মতে, এখন ২০২২ ও ২০২৩ সালে এই টাইটেল স্পন্সর থাকবে টাটা গ্রুপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাটা গ্রুপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ