Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকায় বিপুল জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া, বড় ধাক্কা টাটা গোষ্ঠীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ৫:১৩ পিএম

বড়সড় অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া। বিমান বাতিল হওয়ার পরে যাত্রীদের টাকা ফেরত না দেয়ার অভিযোগে টাটার সংস্থাটিকে বিরাট অঙ্কের জরিমানা করল মার্কিন পরিবহণ দপ্তর। টিকিটের রিফান্ড হিসেবে ১২১.৫ মিলিয়ন মার্কিন ডলার এবং জরিমানা হিসেবে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। সংস্থার তরফে জানিয়ে দেয়া হয়েছে, মহামারীর সময় ফ্লাইট বাতিলের কারণেই এই জরিমানা।

তবে কেবল এয়ার ইন্ডিয়াই নয়। সব মিলিয়ে জরিমানার মুখে পড়েছে ৬টি বিমান সংস্থা। এক বিবৃতিতে তেমনই জানিয়েছে মার্কিন দপ্তর। মোট ৬০০ মিলিয়ন ডলার রিফান্ড হিসেবে দাবি করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ফ্লাইট বাতিল হলে টিকিটের টাকা ফেরত দেয়ার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া যে ‘রিফান্ড অন রিকোয়েস্ট’ নীতি মেনে চলে তা মার্কিন দপ্তরের একেবারে বিপরীত। আমেরিকার নিয়ম অনুসারে, সমস্ত বিমান সংস্থা ফ্লাইট বাতিলের ক্ষেত্রে টিকিটের মূল্য ফেরত দিতে আইনত বাধ্য। এবং এতে বিলম্ব করাও চলবে না। কেননা ফ্লাইট বাতিল হলে যাত্রীদের বিরাট সমস্যার সামনে পড়তে হয়।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ১৮ হাজার কোটি রুপিতে এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গোষ্ঠী। দেনার দায়ে ধুঁকছিল এই ভারতের জাতীয় বিমান সংস্থা। ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৪৩ হাজার কোটি রুপি। সংস্থাটি কিনে টাটা গোষ্ঠী যে বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে তা নিশ্চিত। এই পরিস্থিতিতে মোটা অঙ্কের জরিমানার অঙ্ক যে টাটাদের অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য।

যদিও বিমান বাতিলের সময় এয়ার ইন্ডিয়া টাটাদের অধীনে ছিল না, কিন্তু এখন জরিমানার অর্থ তাদেরই দিতে হবে। এর আগে গত জুনে বৈধ টিকিট থাকা সত্ত্বেও বিমানে না উঠতে দেয়ার অভিযোগ জানাতে দেখা গিয়েছিল বহু যাত্রীকে। যার জেরে কঠোর শাস্তির মুখে পড়তে হয় এয়ার ইন্ডিয়াকে। সূত্র: ইন্ডিয়া টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ