মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ এযাবতকালে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে। গত দেড় দশক ধরে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানে ‘সন্ত্রাসবিরোধী’ যুদ্ধের নামে এসব মানুষকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইণ্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসী হামলার পর অস্থির হয়ে পড়ে বিশ্বরাজনীতি। এরপর আল কায়েদা দমনের নামে সামরিক অভিযান শুরু হয় আফগানিস্তানে। এরপর ক্রমেই ইরাক, লিবিয়াসহ বিভিন্ন দেশে শুরু হয় মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের সংখ্যা চার লাখ ৮০ হাজার থেকে বেড়ে পাঁচ লাখ সাত হাজার হয়েছে। তবে প্রকৃত সংখ্যাটা এর চেয়ে বেশি হতে পারে। এক বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের আগস্টে প্রকাশিত সংখ্যার চেয়ে এক লাখ ১০ হাজার মানুষ নিহত হয়েছেন গত দুই বছরে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।