Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের মঞ্চ গড়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নিজেদের পাতা ফাঁদেই কি পা দিলো শ্রীলঙ্কা? গল টেস্টের দ্বিতীয় দিনেই এটা মনে হতে থাকে। তৃতীয় দিন শেষে সেটা আরো স্পষ্ট। স্পিনবান্ধব উইকেটে মঈন-রশিদদের বিপক্ষে ম্যাচ বাঁচাতে শেষ দুই দিন লড়ার করার চেয়ে ৪৪৭ রানের বিশাল লক্ষ্যকেই সহজ ভাবতে পারে শ্রীলঙ্কা।

বিনা উইকেটে ৩৮ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড শেষ বিকেলে ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৩২২ রান তুলে। শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৪৬২। প্রায় দুই বছর পর দেড়শপ্রায় ইনিংসে তখন অপরাজিত ওপেনার কিয়েটন জেনিংস (১৪৬*)। ফিফটি করেন বেন স্টোকস। দুটি ত্রিশোর্ধো ইনিংস আসে বাটলার ও ফোকসের ব্যাট থেকে। ক্যারিয়ারের শেষ ইনিংসে ৫৯ রানে ২ উইকেট নেন রঙ্গনা হেরাথ। ইতিহাসের সফলতম বাঁ-হাতি টেস্ট স্পিনারের ক্যারিয়ার থামল ৪৩৩ উইকেটে। রেকর্ড লক্ষ্যে ৭ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে দিন শেষ করে লঙ্কানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ