মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বারে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। গত বুধবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। গুলি বর্ষণের সময় বারটিতে কলেজ ছাত্রে পরিপূর্ণ ছিল। গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও মারা গেছে।
বলা হচ্ছে, বন্দুকধারী ব্যক্তি গোলাগুলি শুরুর আগে স্মোক গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর গণহারে গুলি চালায়। বারটিতে অন্তত ২০০ ব্যক্তি ছিল। নিহতদের মধ্যে ভেনটুরা কাউন্টি শেরিফের একজন পুলিশও রয়েছে। ভেনটুরা কাউন্টির শেরিফ জিওফ ডিন বলেন, ‘যেখানে-সেখানে রক্ত পড়ে রয়েছে এবং সেখানকার অবস্থা খুবই ভয়াবহ’। হামলাকারীর পরিচয় স্পষ্ট নয়, তবে সে কালো কোট পরা ছিল। সে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি বারের ভেতরে হামলা শুরুর আগে দরজায় প্রহরীকে গুলি করে। তারপর কয়েকটি স্মোক গ্রেনেড ছোঁড়ে এবং গুলি চালায়। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে। আমেরিকায় এ ধরনের গোলাগুলি ও হত্যাকান্ডের ঘটনা এখন অনেকটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গোলাগুলির ঘটনায় আমেরিকায় প্রতি বছর গড়ে ৩৩ হাজার মানুষ মারা যায়। সূত্র : আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।