মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিধানসভা ভোটের দিন চারেক আগে ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় যাত্রীবাহী বাস উড়িয়ে দিল মাওবাদীরা। এতে এক জওয়ানসহ পাঁচজন নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর বাস বিস্ফোরণে নিহতদের মধ্যে জওয়ানও রয়েছেন। জানা যাচ্ছে, দান্তেওয়াড়া জেলার বাচেলি এলাকায় সিআইএসএফ-এর ওই বাসে জওয়ানসহ এলাকার কিছু বাসিন্দাও ছিলেন। বাজার করে ফেরার পথে বিস্ফোরণ ঘটে যাত্রীবাহী বাসটিতে। বাসে ইম্প্রোপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর মাধ্যমে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা, দান্তেওয়াড়ার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অভিষেক পল্লব পিটিআই-কে এমনটাই জানিয়েছেন। দিন কয়েক আগেই ওই অঞ্চলে মাওবাদী হামলায় মৃত্যু হয় দূরদর্শনের এক চিত্রসাংবাদিকের। আগামী ১২ নভেম্বর প্রথম দফার ভোট গৃহীত হবে ছত্তিসগঢ়ের ১৮টি জেলায়। এদের মধ্যে মাওবাদী অধ্যুষিত বস্তারের মতো আরও কিছু জেলাও রয়েছে। ভোট গ্রহণ হবে ওই দিনেই। এর মধ্যে বস্তারে ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।