বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঢাকার সিএমএম কোর্টের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পল্টন মডেল থানা পুলিশ। শুনানী শেষে সিএমএম কোর্টের বিচারক তোফাজ্জল হোসেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার সন্ধায় মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম অমর এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ঢাকার সোহরাওয়ারদি উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সভায় যোগ দেয়ার সময় সেখান থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে পুলিশের কাজে বাধা, নাশকতা সৃষ্টি করে রাস্তায় যানবাহন চলাচলে বিঘিœত করা ও সরকারের বিরুদ্ধে প্রচারপত্র বিলির অভিযোগে পল্টন মডেল থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ০৯ তারিখ ৬/১১/২০১৮
সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ও ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।