মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবান হামলায় আফগান সামরিক বাহিনী ও পুলিশের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে প‚র্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে সেনা ও পুলিশের যৌথ চেক পয়েন্টে এ হামলা চালায় তালেবান সদস্যরা। এতে আহত হয়েছেন আরও ৪ সেনাসদস্য। অন্যদিকে ৩ ঘণ্টার লড়াইয়ে ৬ তালেবান সদস্যও নিহত হয়। খবর আল জাজিরা।
গজনীর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আরিফ নূরী হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারের হামলায় নিহতদের মধ্যে ৭ জন সেনাসদস্য, বাকি ৬ জন পুলিশ সদস্য। সরকারি বাহিনীর হামলায় ১০ তালেবান সদস্য আহত হয়েছে বলেও জানান আরিফ নূরী। তালেবানের পক্ষ থেকেও এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে গজনী একমাত্র প্রদেশ যেখানে নিরাপত্তাজনিত কারণে গত অক্টোবরে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।