মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের নির্বাচন কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষিত না হলেও গত শনিবারে অনুষ্ঠিত উপনির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলের বিষয়ে বলতে গিয়ে এনএলডির মুখপাত্র মিও নান্ট উল্লেখ করেছেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় থাকা ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে আমরা হেরেছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা আমাদের ওপর সন্তুষ্ট নয়। এই ফলাফল আমাদের জন্য একটি শিক্ষা। আগামী নির্বাচনকে মাথায় রেখে আমরা প্রতিটি আসনের জন্য নতুন কৌশল নির্ধারণ করব।’ কাচিনের একটি আসনে এনএলডি ২০১৫ সালের নির্বাচনে জিতছিল। এবারের উপনির্বাচনে সেই আসনে তাদের অবস্থান তৃতীয়। মূলত বার্মিজ অধ্যুষিত এলাকাগুলোতেই জিতেছে সুচির দল। শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হওয়া আসনগুলোর ১১টির ক্ষেত্রে উপনির্বাচন হয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের মৃত্যুর কারণে। নির্বাচন হয়েছে কেন্দ্র ও প্রাদেশিক উভয় পর্যায়ের আসনেই। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।