Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে মার্কেটে আগুন, ৩ শোরুম পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:১৮ পিএম

মিরপুর-২ নম্বরে একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯টায় সুইমিংপুলের বিপরীত পাশে নতুন পানির পাম্পসংলগ্ন ওই মার্কেটটিতে আগুন লাগে। আগুনে মার্কেটের তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
মার্কেটটিতে সকাল ৯টার দিকে আগুন লাগে। আগুন লাগার সময় মার্কেটটি তালাবদ্ধ ছিল।

আগুনে টেক্স পয়েন্ট, কালারস ও ব্যাং নামে তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে।

এ ছাড়া ‍মার্কেটের ভেতরে দুটি চায়ের দোকান ও একটি মোটর পার্টসের দোকান পুড়ে গেছে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তালা ভেঙে তারা আগুন নেভান বলে জানান তিনি।

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ