প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রে নতুন শিল্পী তৈরির উদ্যোগ নিয়ে জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রতিযোগিতা থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে বের হয়ে আসা সেই শিল্পীদের এবার অভিনয়ের সুযোগ করে দিচ্ছেন নিজের নির্মিতব্য নতুন সিনেমা দিন-দ্য ডে’তে। এ উপলক্ষে গত শনিবার দুপুরে ট্যালেন্ট হান্ট টিম নিয়ে এক সভার আয়োজন করেন তিনি। সভার একটি ছবি অনন্ত পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। তবে কারা সিনেমায় সুযোগ পাচ্ছে এখনই তাদের নাম জানাতে চাচ্ছেন না। শিঘ্রই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করবেন। সিনেমাটির কাজ ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে পারে। তার আগেই অনন্ত-বর্ষা জুটির সঙ্গে কারা অভিনয় করবেন তার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বাংলাদেশের পাশাপাশি ইরানেরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও সিনেমাটিতে অভিনয় করবেন। এছাড়া লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় করার কথা রয়েছে। সিনেমাটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ইতোমধ্যে পরিচালকেল নাম প্রকাশ করা হয়েছে। ইরানের স্বনামধন্য পরিচালক মুর্তজা অতাশ জমজম-এর সাথে বাংলাদেশের একজন পরিচালক থাকবেন। উল্লেখ করা প্রয়োজন, এ সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমার সাথে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ইরান। বলার অপেক্ষা রাখে না, বিশ্ব চলচ্চিত্রে ইরান অনেক দূর এগিয়েছে। দেশটির সিনেমা ইতোমধ্যে অস্কার ও কানের মত ফিল্ম ফ্যাস্টিভালে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এ ধারাবাহিকতায় এবার বাংলাদেশে অনন্ত জলিলের সাথে যুক্ত হচ্ছে ইরানের চলচ্চিত্র। ইরানি ও আরবিয় অ্যাকশনের মিশেলে নির্মিতব্য সিনেমাটি বিশ্ব দরবারে অনন্ত জলিলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ। তিনি বলেন, সিনেমাটির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল ও বিভিন্ন দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটির শূটিং হবে ইরান, লেবানন ও সিরিয়ায়। সিনেমাটিতে ইরানের বিখ্যাত নগরী ইস্পাহান, শিরাজ থেকে শুরু করে সিরিয়া ও লেবাননের বৈরুতের অসাধারণ দৃশ্য দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।