মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনের লেটনাইট অনুষ্ঠানে বাদ সেধেছে পুলিশ। তাদের বাধায় পন্ড হয়ে গেল তার ওই অনুষ্ঠান। খবরে বলা হয়, ২রা নভেম্বর ছিল সুপারস্টার শাহরুখ খানের ৫৩তম জন্মদিন। এ দিনটি তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে মাতিয়ে উদযাপন করেন। পুরোটা দিন তিনি কাটিয়েছেন ব্যস্ততার মধ্যে। সন্ধ্যায় তার নতুন ছবি ‘জিরো’ মুক্তি পায়। তাই মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় ‘আর্থ’ নাইটক্লাবে আয়োজন করেন জন্মদিনের অনুষ্ঠান। এতে যোগ দেন বলিউডের খ্যাতনামা সব তারকারা। কিন্তু তাতে হস্তক্ষেপ করে মুম্বাই পুলিশ। মুম্বইতে শুক্রবার খুব বেশি রাত পর্যন্ত খোলা থাকে না রেস্তোরাঁ। তবে ‘আর্থ’-এ শাহরুখ খানের পার্টি চলতে থাকে রাত কমপক্ষে ৩টা পর্যন্ত। সঙ্গে ছিল উচ্চস্বরে গান। এ গানের কোনো বিরতি ছিল না। এ সময় মুম্বাই পুলিশ ওই আর্থ-এর ভিতরে প্রবেশ করে গান থামিয়ে দেয়। তাদের হস্তক্ষেপে অনুষ্ঠান সংক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায়, বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ওই ক্লাব থেকে বেরিয়ে আসছেন শাহরুখ খান। তবে পুলিশ আসার আগেই বেশির ভাগ তারকা ওই ক্লাব ত্যাগ করেন। সাধারণ লোকজনের জন্য এই আর্থ খোলা ছিল রাত একটা পর্যন্ত। একটার পর সেখানে থাকা সাধারণ অতিথিদের চলে যেতে বলা হয়। নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।