Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূচক কমলেও লেনদেন বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১২:১৫ এএম, ৩ নভেম্বর, ২০১৮

বিগত কয়েক সপ্তাহের মতো গত সপ্তাহেও পুঁজিবাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। সপ্তাহের পাঁচ কার্যদিবসের (২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর) মধ্যে দুই কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান হলেও দরপতন অব্যাহত ছিল।

সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে। তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। মূল্য সূচকের পতনের পাশাপাশি সপ্তাহটিতে কমেছে বাজার মূলধনের পরিমাণ। এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে এক হাজার ৪০০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৮৩ হাজার ১৬৮ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৮৪ হাজার ৫৬৮ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৯৯ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৮৫ শতাংশ। অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় কমেছে ১০ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ২০ দশমিক শূন্য ১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ।

অন্যদিকে ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ৭ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৯ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৬৩টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭২ কোটি ৮৪ লাখ টাকা বা ১৭ দশমিক ৭৯ শতাংশ।আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৪১১ কোটি ৬৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় দুই হাজার ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩৬৪ কোটি ২৪ লাখ টাকা বা ১৭ দশমিক ৭৯ শতাংশ। গত সপ্তাহে মোট লেনদেনের ৮১ দশমিক ৯২ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এ ছাড়া বাকি ৪ দশমিক ৯ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১১ দশমিক ৫০ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের এবং ২ দশমিক ৪৯ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার। কোম্পানিটির ১৫৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৬ দশমিক ৩৯ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সূচক

১০ ফেব্রুয়ারি, ২০২৩
৯ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩
৩ অক্টোবর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৯ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ