Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হাত বদল হতে পারে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ১৭টি রাজ্যে আগাম ভোট গ্রহণ করা হয়েছে। ৬ নভেম্বরের এ নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হাত বদল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নির্বাচনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘চূড়ান্ত পরীক্ষা’ হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন তারা। জরিপও বলছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক দল জয়ী হবে। এ নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। সিএনএন জানায়, ইতিমধ্যে জর্জিয়ায় ৫৬ শতাংশ আগাম ভোট পড়েছে। টেক্সাস, ফ্লোরিডা ও টেনেসিতে ৫৪ শতাংশ এবং নেভাদায় ৫৩ শতাংশ ভোট পড়েছে। আরিজোনা ও মিনেসোটায় ভোট পড়েছে ৫২ শতাংশ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট দেয়ার নিয়ম রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের ৪৩৫ আসনের সবক’টিতে। আর ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটের ৩৫ আসনে নির্বাচন হবে। এছাড়া একই দিন ৩৯ রাজ্যে গর্ভনর নির্বাচনও হবে। প্রতি চার বছর পরপর প্রতিনিধি পরিষদের সব আসনে নির্বাচন হয়ে থাকে। আর প্রতি দুই বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনের নির্বাচন হয়। সিনেট সদস্যদের মেয়াদকাল ৬ বছর। এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন রেকর্ডসংখ্যক নারী, নেটিভ আমেরিকান ও মুসলিম প্রার্থী। কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ২৩৫, সিনেটে ২২ ও গর্ভনর পদে লড়ছেন ১৬ নারী। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ