মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি) দিয়ে দুই দেশের মধ্যে বাস সার্ভিস চালুর বিষয়ে বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন যে, কাশ্মির ইস্যুতে চীনের স্পষ্ট অবস্থান রয়েছে এবং পাকিস্তান ও চীনের মধ্যে সব ধরনের সহযোগিতার সঙ্গে ভূখণ্ড নিয়ে বিরোধের কোন সম্পর্ক নেই।
নিয়মিত ব্রিফ্রিংয়ে চীনা মুখপাত্র বলেন, নীতিগতভাবে আমি আপনাদেরকে বলছি যে চীন ও পাকিস্তানের মধ্যে সব ধরনের সহযোগিতার সঙ্গে ভূখণ্ডগত বিরোধের কোন সম্পর্ক নেই। সিপিইসি দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প। তিনি বলেন, কোন তৃতীয় পক্ষকে টার্গেট করে এটা করা হয়নি এবং ভূখণ্ড নিয়ে বিরোধে এর কিছু করার নেই। এতে কাশ্মির বিষয়ে চীনের মূল অবস্থানেরও কোন পরিবর্তন ঘটবে না।
পাকিস্তানের একটি বেসরকারি কোম্পানি সম্প্রতি লাহোর থেকে ইসলামাবাদ হয়ে চীনের কাশগড় শহর পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে। বাস সার্ভিস চালু নিয়ে ভারতের প্রতিবাদ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন যে এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। কাশ্মির অঞ্চলের মধ্য দিয়ে সিপিইসি অগ্রসর হয়েছে। সূত্র: জিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।