Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ১৪শ কৃষকের মধ্যে সরিষা, ভুট্টা বীজ ও সার বিতরণ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

রাজবাড়ী সদর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৪শ কৃষকদের মধ্যে রবি মৌসুমের সরিষা, ভুট্টা, বিটিবেগুন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস সংলগ্ন মাঠে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী-এমপি প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্ধোধন করেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান খান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮ শতাধিক কৃষকে সরিষা বীজ, ৬ শতাধিক কৃষকে ভুট্টা বীজ, ১০জন কৃষকে বিটিবেগুনের বীজ এবং প্রত্যেক কৃষকে বিনা মূল্যে ৩০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ