Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক জুনিয়র টেনিস

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ঢাকায় আরও একটি আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসছে। র‌্যাংকিং এই টুর্নামেন্টে অংশ নেবেন ১৩টি দেশের ৯১ জন খেলোয়াড়। দেশগুলো হলো- আমেরিকা, চীন, চাইনিজ তাইপে, জার্মানি, ভারত, ইতালি, দক্ষিণ কোরিয়া, লাওস, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ। এর মধ্যে সর্বাধিক ৩২ জন অংশ নিচ্ছে ভারত। টুর্নামেন্টে শীর্ষ বালক খেলোয়াড় ভারতের আরিয়ান জাভেরি ও বালিকা আমেরিকার আনায়া কথাকোটা। বাছাই পর্বের খেলা ৩ ও ৪ নভেম্বর এবং চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ