Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০১ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে সমাবেশ ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি সদর উপজেলা শাখা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আল্লামা মুফতী সৈয়দ মুহম্মদ ফয়জুল করীম। সংগঠনের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মুহম্মদ নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা মুহাম্মদ আহসানউল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল খান, জেলা যুব আন্দোলন সভাপতি আব্দুল্লাহ মো. আল আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক হাফেজ মো. ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাহাবুবুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ