Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

আড়াইহাজার বিএনপির হাল ধরেছেন সুমন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ আড়াইহাজার বিএনপির সভাপতি এএম বদরুজ্জামান খান খসরুর মৃত্যুর পর হাল ধরেছেন তার ছেলে মাহমুদুর রহমান সুমন। বদরুজ্জামান খসরু ছিলেন আড়াইহাজার থানা বিএনপির প্রতিষ্ঠাতা ও দলের কাণ্ডারী। বাবার ইন্তেকালের পরে স্থানীয় বিএনপিতে সক্রিয় হয়েছেন ও হাল ধরেছেন তার ছেলে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুর রহমান সুমন। বাবার পাশাপাশি দীর্ঘ এক যুগ ধরেই কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন সুমন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে দলের প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। ইতোমধ্যে আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সুমনকে। বিএনপির ঘোষণা অনুযায়ি নিজ নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন, গণসংযোগসহ সবধরণের প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তিনি। সুমন বলেন, বাবার দেখানো ন্যায়নিষ্ঠ পথেই তিনি হাঁটতে চান। এলাকার সাধারণ মানুষের সুখদুঃখে তিনি সবসময় পাশে থাকতে চান। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী নিবার্চনে প্রাথী বলে জানান মাহমুদুর রহমান সুমন।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বদরুজ্জামান খান খসরু। কিন্তু ৮৭ হাজার ভোট পেয়েও আসনটি হাতছাড়া হয়, যদিও ব্যাপক কারচুপির অভিযোগ ছিল বিএনপির পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ