Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর উত্তরায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৬

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিএনপি নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তুরাগ থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ (৩০), বিএনপি নেতা মো: আতাউর রহমান (২৮), মো: রফিক মোল্লা (৩৪), আব্দুস সালাম (৩৬), বারেক সরকার (৩৫) ও মোহাম্মদ আলী (৪০)। উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) মো: আব্দুস রাজ্জাক জানান, মঙ্গলবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর সোনার গাঁও জনপথ সড়কে নওয়াব ম্যানশন ও তার আশপাশ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও নাশকতার মামলা রয়েছে। তাদেরকে বুধবার দুপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ