নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সহজ জয় দিয়েই নতুন ফুটবল মৌসুম শুরু করলো আরামবাগ ক্রীড়া সংঘ। আর এই জয় তাদের পৌঁছে দিলো ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ আট নিশ্চিত করে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইদেনি চিনেদো ম্যাথিউ দু’টি ও বদলি ফরোয়ার্ড আরিফুর রহমান একটি গোল করেন। রহমতগঞ্জের পক্ষে এক গোল শোধ দেন কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিউ। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছেও একই ব্যবধানে হেরেছিল রহমতগঞ্জ। ফলে টানা দু’ম্যাচ হারে তারা ছিটকে পড়লো ফেডারেশন কাপ থেকে। কোয়ার্টার ফাইনালে আরামবাগের সঙ্গী হলো চট্টগ্রাম আবাহনী।
কাল ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের ফরোয়ার্ডদের কড়া মার্কিংয়ে রেখে খেলতে থাকে আরামবাগ। নিজেদের রক্ষণদূর্গ সামলে একের পর এক আক্রমণে যায় তারা। ফলে ম্যাচের সাত মিনিটের মাথায় টানা তিনটি কর্নার পায় মতিঝিল ক্লাব পাড়ার দলটি। কিন্তু তা থেকে কোনো গোল আদায় করতে পারেনি তারা। আক্রমণের পর আক্রমণ করেও যখন কোন ফল পাচ্ছিল না আরামবাগ তখন প্রথমার্ধের শেষ দিকে তাদের শিবিরে স্বস্তি এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইদেনি চিনেদো। তার গোলেই লিড নেয় আরামবাগ। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১ মিনিট) বাঁ প্রান্ত দিয়ে আরামবাগের একটি আক্রমণ নিজেদের বক্সে ক্লিয়ার করতে ব্যর্থ হন রহমতগঞ্জের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাগি। বল পেয়ে যান ইদেনি চিনেদো। কাল বিলম্ব না করে বাম পায়ের প্লেসিং শটে রহমতগঞ্জের জালে বল পাঠান তিনি। ইদেনি চিনেদোন নেয়া শট সাইড বারে লেগে জালে আশ্রয় নেয় (১-০)। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলক্ষুধা বেড়ে যায় আরামবাগের। ফলে আরো দু’টি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৬৬ মিনিটে ইদেনি চিনেদো ম্যাথিউই ব্যবধান দ্বিগুন করেন। এসময় প্রায় মাঝ মাঠ থেকে আরামবাগের মিডফিল্ডার আরাফাত হোসাইনের লম্বা উঁচু পাসে বল পেয়ে যান ইদেনি চিনেদো। আগুয়ান গোলরক্ষক তিতুমীর চৌধুরীর মাথার উপর দিয়ে বল নিয়ে ছোট ডি-বক্সের ভেতরে ঢুকে রহমতগঞ্জের জালে তা ঠেলে দেন চিনেদো (২-০)। ম্যাচের ৮০ মিনিটে আরামবাগের মিডফিল্ডার আরাফাত হোসাইনের উঁচু পাসে ডানপ্রান্তে বক্সের ভেতরে বল পান ডিফেন্ডার রকি। বল নিয়ে তিনি কিছুটা এগিয়ে গিয়ে গোলমুখে ক্রস করেন। রকির ক্রস আরামবাগের বদলি ফরোয়ার্ড আরিফুর রহমানের কাছে গেলে তিনি ডান পায়ের শটে গোল করে ব্যবধান আরো বড় করেন (৩-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) রহমতগঞ্জ এক গোল শোধ দেয়। এসময় ড্যামিয়েনের ক্রসে সিও জুনাপিউ হেডে গোল করলে ব্যবধানে দাঁড়ায় (১-৩)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আরামবাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।