Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রতিবন্ধী মুনাঈমের অনিশ্চিত ভবিষ্যৎ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

ফেনীর দাগনভূঞা উপজেলার মেধাবী প্রতিবন্ধি ছাত্র আবদুল আল মুনাঈম (৯) ইঞ্জিনিয়ার হতে চায়।
জানা যায়, মুনাঈম উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের তাজ মোহাম্মদ ভূঞা বাড়ির দরিদ্র কৃষক কামাল উদ্দিন মিলনের প্রতিবন্ধি ছেলে। জন্মের সময় তার ২টি হাত না থাকায় সে পা দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। সে দাগনভূঞা একাডেমীর ২য় শ্রেণীর মেধাবী ছাত্র। পিতা দরিদ্র হওয়ায় একদিকে তার বরণ পোষণ অন্যদিকে পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মিলনের ২ সন্তানের মধ্যে প্রতিবন্ধি মুনাঈম বড় ছেলে। দৈনন্দিন কৃষিকাজ করে যে অর্থ উপার্জন করে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। দাগনভূঞা উপজেলার সমাজসেবা অফিস অস্বচ্ছ প্রতিবন্ধী হিসেবে প্রতিমাসে ৭৫০ টাকা পায়। এ টাকা দিয়ে তার খরচও চলেনা। মিলন তার ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সরকার ও সমাজের বিত্তবান লোকদের সহযোগিতা কামনা করেন। সে পড়ালেখা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী

১৪ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ