মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভোটের মুখে ছত্তীসগঢ়ে ফের মাও নাশকতা। এবার দান্তেওয়াড়ায় মাও হামলায় নিহত হলেন ভারতের সরকারি টিভি চ্যানেল দূরদর্শন-এর এক ক্যামেরা পার্সন ও দুই পুলিশ সদস্য। কয়েকদিন আগেই মাও হামলায় নিহত হয়েছিলেন চার সেনা সদস্য।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে দান্তেওয়াড়ার অর্নপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকায় এদিন খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই এই হামলা চালায় মাওবাদীরা। ছত্তীসগঢ় পুলিশের ডিআইজি (নকশাল দমন) পি সুন্দররাজ জানিয়েছেন, ‘আমাদের দল তল্লাশিতে গিয়েছিল। দূরদর্শনের কর্মীও তাদের সঙ্গে ছিলেন। তিনি জানান ঘটনার পর থেকে আশপাশের জেলা গুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। দান্তেওয়ারা বিভিন্ন জায়গা থেকে আরও ১১১ জন সিআরপিএফকে মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এসআই রুদ্র প্রতাপ এবং অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মংলু নামে দুই পুলিশ কর্মীর। আর মৃত চিত্র সাংবাদিকের নাম অচ্যুতানন্দ সাহু। ঘটনার কথা জানিয়ে টুইট করেছে প্রসার ভারতীও। আগামী মাসেই ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভার ভোটগ্রহণ। ১২ ও ২০ নভেম্বর দু’দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা ১১ ডিসেম্বর। সম্প্রতি বস্তার এলাকায় ভোট বয়কটের ডাক দিয়ে বেশ কিছু মাও পোস্টার উদ্ধার হয়। তবু ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তিন দিন আগেই বিজাপুরে সিআরপিএফ-এর একটি ল্যান্ডমাইনরোধী গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয় মাওবাদীরা। সে ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়। আহত হন আরও দু’জন। ভোট প্রস্তুতির মধ্যে পরপর এই হামলায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন এবং নির্বাচন
কমিশন। সূত্র: এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।