Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানববন্ধন ও অনশনের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ৪:১৬ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির প্রথম দিনে আজ সারাদেশে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। একই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে গণ অনশন করবেন তারা। মানববন্ধন এবং গণঅনশনের জন্য পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি জানান, মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে দেখা করতে যান। সেখানে তারা এসব কর্মসূচির জন্য পুলিশকে অবহিত করেন। পুলিশ কমিশনার তাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। তবে ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের যে সমাবেশ সেটির এখনো কোন অনুমতি দেয়া হয়নি বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ