বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয় বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা তছির আহম্মেদ বিসিএস তথ্য সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। শনিবার আছরের পর গুলশান আজাদ মসজিদে জানাজ শেষে বনানী কবরস্থানে সাবেক এই সরকারি কর্মকর্তাকে দাফন করা হয়েছে। তছির আহম্মেদের মৃত্যুতে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম ও তথ্য সচিব আবদুল মালেক গভীর শোক জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।