Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে সিনাগগে গুলিতে নিহত ১১

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

‘সব ইহুদিরই মরা দরকার’, চিৎকার করে এমন কথা বলার পর যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের একটি সিনাগগে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে এক শ্বেতকায় বন্দুকধারী। স্থানীয় সময় শনিবার সকালে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এই শহরটির সিনাগগে প্রার্থনারত ইহুদিদের ওপর হামলাটি হয়। এতে পুলিশসহ আরও ছয় জন আহত হয়েছেন। পুলিশের সোয়াত টিমের সঙ্গে গোলাগুলির পর আহত অবস্থায় বন্দুকধারীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ। তার নাম রবার্ট বাওয়ার্স এবং তার বয়স ৪৬ বছর বলে জানানো হয়েছে। ফেডারেল কৌঁসুলিরা তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ২৯টি অভিযোগ এনেছে, এরমধ্যে সহিংসতা, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ ও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইন লঙ্ঘনের অভিযোগও আছে। ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। ছবি: গুগল ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। ছবি: গুগল তদন্তের নেতৃত্বে থাকা পিটসবার্গ এফবিআইয়ের স্পেশাল এজেন্ট বব জোন্স এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাওয়ার্স একাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করেন তিনি।শনিবারের ঘটনার আগে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বাওয়ার্সকে চিনত না বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ