নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মিনিষ্টার কাপ জাতীয় উশুতে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী টুর্নামেন্টের শেষ দিন মহিলাদের তাউলু ও সান্দা ডিসিপ্লিনে বাংলাদেশ আনসার ১০টি স্বর্ণ, পাঁচটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে নয়টি স্বর্ণ, পাঁচটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ। পুরুষদের এই বিভাগে সাতটি করে স্বর্ণ ও রুপা এবং তিনটি ব্রোঞ্জ জিতে সেরা হয় আনাসার। সাতটি স্বর্ণ, দু’টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় সেনাবাহিনী।
প্রুিতযোগিতার সমাপনী দিন খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম ও ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।