বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ২৯ অক্টোবর সোমবার চট্টগ্রাম নগরীর বায়েজীদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স’র প্রচারের লক্ষ্যে গত (২৯ অক্টোবর) শনিবার এক বর্ণাঢ্য মোটর সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। পবিত্র ফাতেহা শরীফ পাঠ ও মিলাদ-কিয়ামের মাধ্যমে মোনাজাত করে শুরু হওয়া শত শত মোটর সাইকেল যোগে এ র্যালীটি রাউজান কলেজ থেকে শুরু হয়ে পাহাড়তলী, কাপ্তাই রোড দিয়ে নোয়াপাড়া, মদুনাঘাট, নজুমিয়াহাট, কুয়াইশ নতুন রাস্তার মাথা, অক্সিজেন হয়ে বায়েজীদ গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স্র ,কমপ্লেক্স হতে ২নং গেইট হয়ে মুরাদপুর,আতুরারডিপু, অক্সিজেন হাটহাজারী রোড হয়ে চট্টগাম বিশ^বিদ্যালয় গেইট, হাটহাজারী কলেজ হয়ে রাঙ্গামাটি রোড দিয়ে রাউজান সদর হয়ে কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা ময়দানে এসে শেষ হয়। মোটর সাইকেল র্যালী দেখার এবং কনফারেন্সের বিভিন্ন কুশলাদি জানার জন্য রাস্তার দু’পাশে উৎসুক জনতা ভীড় জমায়। এ সময় মোটর সাইকেল আরোহীরা রাস্তার দু’পাশে দাড়িয়ে থাকা জনতার হাতে লিপলেট বিতরণ করে কনফারেন্সের দাওয়াত দেন। এ অভিনব মোটর সাইকেল র্যালীর মাধ্যমে তরিক্বত কনফারেন্স এর প্রচারনায় গ্রাম ও নগরের বিশাল এলাকা জুড়ে জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। এছাড়াও কনফারেন্স উপলক্ষে পুরো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহানগর জুড়ে তোরণ, বিলবোর্ড, ফেষ্টুন, প্লেকার্ড উত্তোলন করে সুসজ্জিত করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।