পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
তুর্কি সীমান্তে যারা ঝুঁকি সৃষ্টিকারী গেরিলাদের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এ বক্তব্যের মাঝদিয়ে তিনি মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বুঝিয়েছেন। শুক্রবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপির প্রাদেশিক নেতাদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এরদোগান বলেন, মানবিজ শহরের চেয়ে তুরস্ক ফোরাত নদীর পূর্ব উপকূলে তৎপর কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি গেরিলাদের দিকেই বেশি নজর দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসের প্রথম দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে সন্ত্রাসীদেরকে মদদ দিয়ে আমেরিকা সিরিয়ার ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা। সিরিয়ায় তৎপর ওয়াইপিজি কুর্দি গেরিলাদের তুরস্ক পিকেকে’র অংশ মনে করে এবং নিজের সীমান্তে জন্য বিরাট হুমকি হিসেবে দেখে থাকে। এসব গেরিলাদের আমেরিকা দীর্ঘদিন থেকে মদদ দিয়ে আসছে। একই সমাবেশে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১৮ ব্যক্তিকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সউদী আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, সউদী আরবে আটক ১৮ জনের মধ্যেই খাশোগির খুুনি রয়েছে বলে মনে হয়। হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত বলে তিনি মন্তব্য করেন। খাশোগির লাশ কোথায় রয়েছে তা জানাতেও সউদীর প্রতি আহ্বান জানান তিনি। খাশোগি হত্যাকান্ড নিয়ে এরদোগান এর আগে এতো কঠোর ভাষায় বক্তব্য রাখেন নি বলে তুর্কি দৈনিক সাবাহর সাংবাদিক মেহমেত চেলিক মন্তব্য করেছেন। গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সউদী কনস্যুলেট ভবনে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন সউদীর খ্যাতনামা সাংবাদিক খাশোগি। শুরু থেকে তুরস্ক দাবি করছিল, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সউদী ঘাতক টিমের সদস্যরা হত্যা করেছে এবং তার লাশ টুকরো টুকরো করে কোথাও ফেলে দিয়েছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।