বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মো. লালু নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ বন্দকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, ১০ রাউন্ড ও ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। নিহত লালু হ্নীলার তালিকাভুক্ত ডাকাত হামিদের সহযোগী ও মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।